ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন


Md Likhon Islam | Published: 2024-11-04 19:39:30 BdST | Updated: 2024-12-14 13:09:27 BdST

ফিলিস্তিনের স্বাধীনতার দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইসরাইলের হামলার সমালোচনা করেন তারা।

আজ (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এ সময় খুবি শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘মুক্ত করো ফিলিস্তিনকে’ 'গণহত্যার বিরুদ্ধে জেগে উঠুন' 'ফিলিস্তিনের পাশে আছি'। সেই সঙ্গে এখনই যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েও প্ল্যাকার্ড নিয়ে এই মানববন্ধনে দাঁড়ায় শিক্ষার্থীরা। মানুষ হিসেবে মানবিক দাবি নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অবস্থান নেওয়া ১৭ ব্যাচের শিক্ষার্থীরা মো তমিজ উদ্দিন বলেন, 'ফিলিস্তিনের হাসপাতালকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইসরাইলের হামলায় নিহতদের একটি বড় অংশ শিশু ও নারী। কিন্তু বিশ্ব বিবেক আজ ঘুমিয়ে রয়েছে। পশ্চিমার মানবতার ফেরিওয়ালারা আজ কোথায়। সেখানে ফিলিস্তিন বিগত প্রায় ৫ দশক ধরে এই ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এটা অমানবিক। এই অমানবিকতা দেখে নিশ্চুপ থাকার মতো নিষ্ঠুর কিছু হতে পারে না।'

অপর এক শিক্ষার্থী নূর আমিন মুন্সী বলেন, 'আমরা দেখেছি কী নিশংসভাবে ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে। কোন লাশের অস্তিত্ব তারা রাখেনি। হাজার হাজার লাশ বিল্ডিং -এর নিচে পড়ে আছে। যারা আন্তর্জাতিক আইনের কথা বলে, সেই আইন কি আজ ফিলিস্তিনিদের জন্য অন্ধ হয়ে গেছে।'

খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিম তালহা বলেন, 'আমাদের একটাই দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইজরাইলের সকল প্রকার পণ্য বয়কট করতে হবে। মানুষ হিসাবে মানবিক মানবিকতার দিক থেকে অন্যায়ের প্রতিবাদ করা আমাদের কর্তব্য। কিন্তু যারা মানবিকতার কথা বলে তারা ফিলিস্তিনের অন্যায়কে অন্যায় ভাবে না।'

উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যেখানে নিহতের প্রায় ৬৫ শতাংশ নারী ও শিশু। এ ছাড়াও আহত হয়েছেন ৭৮ হাজারের বেশি ফিলিস্তিনি।