চাঁবিপ্রবিতে যোগ দিলে নতুন উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ


Desk report | Published: 2024-11-10 12:29:21 BdST | Updated: 2024-12-14 12:18:25 BdST

বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক প্রধান একাডেমিক নির্বাহী হিসেবে যোগদান করলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ।

শনিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যোগদান করেন তিনি। ড. পেয়ার আহমেদ একজন বাংলাদেশী গণিতবিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক।

যোগদান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ যোগদান পত্রে স্বাক্ষর করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তার নতুন যাত্রার সূচনা হয়।

উপাচার্য তার শুভেচ্ছা বক্তব্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট সকলের প্রতি এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অসামান্য অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে উপাচার্য সব শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর সাথে পরিচিত হয়ে তাদের সঙ্গে উষ্ণ আলোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সুবিধা এবং অসুবিধা নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজের তালিকা প্রস্তুত করেন। তার পরিকল্পনার মধ্যে গুচ্ছভর্তি কার্যক্রম দ্রুত সমাপ্ত করা এবং আগামী ১৭ নভেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ে স্থগিত শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা অন্তর্ভুক্ত ছিল।

উপাচার্য চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রদানের লক্ষে উচ্চতর জ্ঞানসম্পন্ন এবং অধিকতর দক্ষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনের জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষকদের কাছ থেকে তাদের মতামত গ্রহণ করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণাকে উৎসাহিত করার পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের বিভিন্ন সমস্যা তার কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে অবগত হয়ে, উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ তাদের সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়কে দেশের গর্ব হিসেবে গড়ে তুলব।

অনুষ্ঠানের শেষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও দেশের ক্রান্তিলগ্নে আত্মদানকারী এবং বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।