পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় প্রশাসন অনুষদ এর অন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট বিজনেস প্রিমিয়ার লীগ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়। বিজনেস প্রিমিয়ার লীগ'২৫ এর সার্বিক দায়িত্বে রয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ এর ২০২০-২১ সেশন, অরিঞ্জয়-১৮।
নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডীন অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. জিল্লুর রহমান ফিন্যান্স ও ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. কুমার দেবাশীষ দত্ত ও অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী, ইকোনোমিক্স ও সোসিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল। নিলাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক আবুল বাশার খান। তিনি বলেন, উৎসাহ উদ্দীপনার সাথে খেলাধুলা মনকে চাঙ্গা রাখে একইভাবে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক বিকাশ যেরকম হয় একইভাবে, একটি দলে একজন অধিনায়কের তত্ত্বাবধানে অনেক শিক্ষার্থী থাকার মাধ্যমে দলগত কাজে গতিশীলতা আসে। একটি টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখা হলো টুর্নামেন্টের সফলতার মূল। তিনি এই টুর্নামেন্টের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
এআইএস টাইটানস, এইএস স্পার্টানস, মার্ভেলাস মার্কেটিং, এমএসটি স্ট্রাইকার্স, এলসিএম ওয়ারিয়রস, এফবিকে লায়ন্স সহ মোট ৬ টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় জানুয়ারির প্রথম সপ্তাহ। উল্লেখ্য যে, গত দুই বিজনেস প্রিমিয়ার লীগ আসরের চ্যাম্পিয়ন মার্ভেলাস মার্কেটিং।