গার্মেন্টসকর্মী শান্তনা হত্যার বিচারের দাবিতে ইবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল 


Shakib Aslam | Published: 2024-11-13 20:19:27 BdST | Updated: 2024-12-14 12:55:09 BdST

সাভারে গার্মেন্টসকর্মী শান্তনা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ মশাল মিছিল ও বিক্ষোভ করেছে। এসময় উপদেষ্টা পরিষদের নিকট বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নির্মূলের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৩ নভেম্বর) রাত ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় হতে মশাল হাতে একটি মিছিল আরম্ভ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমবেত হন।

এসময় মিছিলে তারা আমার বোন মরলো কেনো? প্রশাসন জবাব চাই। শ্রমিক হত্যার পরিনাম, বাংলা হবে ভিয়েতনাম। শান্তনা হত্যার বিচার চাই। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো। আমাদের ধমনীতে, লাখো শহীদের রক্ত এমন স্লোগান দেন তারা।

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, শান্তনাকে তার স্বামী পাশবিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। আপনারা অবগত আছেন শান্তনাকে তার স্বামী পরকীয়া সন্দেহে (যেখানে পরকীয়া প্রমাণিত হয়নি) দুই হাত বেঁধে গলা কেটে হত্যা করেছে, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে শান্তনা বেগম (৩৬) নামের এক গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারী তার স্বামী নয়ন মিয়া, পেশায় রাজমিস্ত্রী।