বশেমুরবিপ্রবি নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মোফাজ্জল-আবু কালাম


Arafat Alam | Published: 2024-12-02 08:46:16 BdST | Updated: 2025-01-17 00:38:04 BdST

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোফাজ্জল হোসেন তানভীরকে সভাপতি ও একই বর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আবু কালাম সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ।

রবিবার (১ ডিসেম্বর) সমিতির উপদেষ্টামণ্ডলীদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোবারক হোসেন। এছাড়া উপদেষ্টা হিসেবে আরো আছেন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদরুল ইসলাম,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হক মিশু, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা রহমান এবং ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের প্রভাষক লিমা আক্তার।

কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি ফাহিম শাহরীয়ার,শাহেদ মাহমুদ পলাশ, তানভীর আলম অভি, জোবায়ের,আব্দুল্লাহ আল মাহীন, সুমাইয়া তোজ জোহরা, মেহেরাজ হোসেন তানভীর, নাইমুর হোসেন হিমেল, তৃষ্ণা কর,সিথী আক্তার,সোমা বেগম, কায়কোবাদ হাসান সানী।

ছাত্র উপদেষ্টা হিসেবে আছে আমজাদ হোসেন,রাজ কমল দাস,ইকবাল হোসেন নাঈম,রাফাজ সামনান, আশিকুর রহমান পরাগ,মোঃ আশিক আল খান সাম্য, আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, নরসিংদী জেলা জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত নরসিংদী জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন।