জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের জন্য নতুন কিছু নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় মোটরসাইকেল চালকদের জন্য বৈধ নিবন্ধন সনদ ও ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল ব্যবহারকারীদের অবশ্যই কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে।
জাবিতে ‘জুলাই বিপ্লব কর্নার’ প্রতিষ্ঠার দাবি
জবিতে চীনা ভাষা কোর্স চালুর বিষয়ে আলোচনা
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, মোটরসাইকেল চালকদের জন্য বৈধ নিবন্ধন সনদ ও ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং মোটরসাইকেলের কাগজপত্র রেজিস্ট্রার অফিসের এস্টেট শাখায় জমা দিয়ে যানবাহনের স্টিকার সংগ্রহ করতে হবে। এছাড়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে এবং ক্যাম্পাসে সর্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা মেনে চলতে হবে। দুর্ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায়ভার চালককেই বহন করতে হবে।
এ নির্দেশনা লঙ্ঘন করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।