কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পাশে একটি রিসোর্টে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড বনানী বিশ্বাস, লিবারেল মাইন্ডের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হাবিবুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ হারুন, সহকারী অধ্যাপক আবুল হায়াত, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক ইসরাত জাহান নিমনি, প্রভাষক তারিন বিনতে এনাম, প্রভাষক শাহীদা আফরিন।
উক্ত অনুষ্ঠানে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়েছে।