ইবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুরশেদ, সম্পাদক রিফাত


Shakib Aslam | Published: 2024-12-06 10:01:36 BdST | Updated: 2025-01-17 00:48:25 BdST

ইবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুরশেদুল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আরফানুল ইসলাম রিফাত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।

অন্যান্য পদপ্রাপ্ত সহ সভাপতি রাগিব হাসান মিরাজ, ফ্রান্সিসকো ডি ফ্লোরেন্স, আল-মাহমুদ, হাকিম মোহাম্মদ আব্দুল্লাহ ও মোঃ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক- শিহাব শারার হিমেল,শরফুদ্দিন শাফিন, ইমতিয়াজ উদ্দিন তওসিফ মোঃ শহিদ, ওয়াহিদুর রহমান খোকন, মোঃ ইমরান, ইনারা হক নিলুফা, মোঃ আব্দুল্লাহ। সাংগঠনিক সম্পাদক ফরহাদ মুন্না। সহ সাংগঠনিক পারভেজ মোশাররফ রিশাদ, মোঃ মনিরুল মন্নান আশেক, আবু বকর আল মাহি, মোহাম্মদ রিদুয়ান, ওয়াসিফুর রহমান, রবিউল আলম, ফারজানা হামিদ জেসিয়া, আব্দুল মোমেন, ইমরান নাজির ইনসাফ, মোঃ আলী, ইফতেহারুল ইসলাম, তানভীরুল হক আকিব, জেরিন তাসনিম খুসব।

অর্থ সম্পাদক আতিকুর রহমান রাহি, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ সাগর, দপ্তর সম্পাদক ইবরাত মোহাম্মদ কুরাইশী, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ মোবারক, সহ প্রচার সম্পাদক এয়ার মোহাম্মদ টিটু, আইন বিষয়ক সম্পাদক হোসনে মোবারক, সহ-আইন বিষয়ক সম্পাদক শিউলি দে, ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান তানভির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাহের, সাহিত্য বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, ছাত্র বিষয়ক সাকিবুল আবছার জিসান, ছাত্রী বিষয়ক সম্পাদক সাইফা তাসনিম, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক সামিয়া নওরীন, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম উল্লাহ সায়েম, আইটি বিষয়ক সম্পাদক সাদিয়া নাছির, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক তাহিয়া সুলতানা।

সংগঠনটির নব মনোনীত সাধারণ সম্পাদক জানান, জেলা কল্যাণের উদ্দেশ্য থাকে সবাই একসাথে বন্ধনে আবদ্ধ থাকা। সেই ভাবে কাজ করতে পারি এবং একই পরিবারের হয়ে সবার সহযোগিতা কামনা করছি।

সভাপতি জানান, আমার জেলার সকল সাবেক দায়িত্বশীল এবং আমার আগের কমিটির সকল সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমার উপর বিশ্বাস রেখে এ মহান দায়িত্ব অর্পন করেছেন। নতুন দায়িত্বে আসা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি একই সাথে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করব যেন আমারা একটি পরিবার হয়ে সবাই একে অপরের সুখে-দুঃখে পাশে থাকতে পারি। দায়িত্ব পবিত্র আমানত এটি পালন করতে আমার সকল প্রচেষ্ঠা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।