ইবি ডান্স অ্যাসোসিয়েশনের সভাপতি আকাশ, সম্পাদক রাজিয়া সুলতানা


Shakib Aslam | Published: 2024-12-06 10:03:06 BdST | Updated: 2025-01-17 00:07:27 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় ডান্স অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. সফিকুল আযম ভূঁইয়া আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাজিয়া সুলতানা হৃদি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সভাপতির সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জিনিয়া ইসলাম এবং যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাকিল কবির।

নবগঠিত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে আছেন আবু রায়হান বাবু, উপ-কোষাধক্ষ্য হিসেবে আছেন সাইমুম ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মিম জাহান খুশি, সহ সাংগাঠনিক সম্পাদক হিসেবে মুসাররাত বাসার ফারিহা, দপ্তর সম্পাদক হিসবে পারিজাত সুলতানা, উপ দপ্তর সম্পাদক হিসেবে হাসনা হেনা মনোনীত হয়েছেন।

এছাড়াও প্রচার সম্পাদক হিসেবে জান্নাত মীম, সহ-প্রচার সম্পাদক হিসেবে উর্মিলা তন্বী, নৃত্য বিষয়ক সম্পাদক হিসেবে ফাতেমা তুজ জোহরা পিংকি, উপ-নৃত্য বিষয়ক সম্পাদক হিসেবে আসমা সাবিহা মারিয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে সিয়াম আহমেদ সিফাত, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মারিয়া মীম, উপ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রুম্মান মনোনীত হয়েছেন।

নতুন সাধারণ সম্পাদক জানান, নাচ একটি শক্তিশালী শিল্পমাধ্যম। এটি শুধু বিনোদন নয়, বরং এটি মানুষের মনের গভীরতম অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। নৃত্যের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো তুলে ধরতে পারি। এই বিশ্বাস থেকেই আমাদের সংগঠনের জন্ম হয়েছে।

সংগঠনটির সভাপতি আকাশ জানান, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ডান্স এসোসিয়েশন ‘স্পার্কেল’ এর সভাপতি হিসেবে অত্যন্ত গর্বিত। আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শৈল্পিক দক্ষতা বিকাশে কাজ করছে। ক্যাম্পাসে নাচের চর্চা প্রচলনের পাশাপাশি, আমরা বাইরের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিচ্ছি এবং শিক্ষার্থীদের জন্য আয়ের সুযোগ তৈরি করছি।