শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো ৩৫ সিট ফাঁকা


Desk report | Published: 2024-12-09 15:51:48 BdST | Updated: 2025-01-17 00:02:17 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। মেধায় এখনো ৩৫টি ও কোটায় ৪৬টি সিট ফাঁকা রয়েছে। এবার পোষ্য কোটায় এ বিশ্ববিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান।

 

তিনি বলেন, শাবিপ্রবিতে এখনো ভর্তি চলমান রয়েছে। মেধায় ১৫৬৬ টি সিটের মধ্যে ১৫৩১ টি পূর্ণ হয়েছে। এখনো মাইগ্রেশন প্রক্রিয়া চালু রয়েছে। তাই অনেকে অন্যত্র চলে যাচ্ছেন। আবার অনেকে অন্য জায়গা থেকে এখানে আসছে। এতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে সময় লাগছে।

কোটায় ভর্তির বিষয়ে তিনি বলেন, কোটাতে ১০৫টি সিট রয়েছে। এর মধ্যে দলিত কোটায় (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্তা বা হরিজন) ২০ জন, পোষ্য কোটায় ১৫ জন, প্রতিবন্ধী কোটায় ১০ জন, মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ৯ জন, চা শ্রমিক কোটায় তিনজন এবং খেলোয়াড় কোটায় দুজনসহ ৫৯ জন ভর্তি হয়েছেন। তবে কোটায় ভর্তি কার্যক্রম এখন বন্ধ রয়েছে।

গত ৩ নভেম্বর শাবিপ্রবিতে ২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। এদিকে গত ১০ নভেম্বর শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা বাতিলসহ পাঁচ দাবি জানান শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত এ কোটা বাতিলের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।