ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম শিক্ষার্থীদের


Sadiqur Rahman Sadi | Published: 2024-12-14 14:09:23 BdST | Updated: 2025-01-17 00:51:34 BdST

সেমিস্টার ফি কমানোসহ বিভিন্ন দাবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

১৩ ডিসেম্বর (শুক্রবার) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের এ ঘোষণা প্রদান করা হয়।

এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে মাকসু (মেরিটাইম ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ) এর ফেসবুক পেজ থেকে।

বিবৃতিতে জানানো হয়েছে, 'আগস্ট পরবর্তী আন্দোলনে সেমিস্টার ফি পরিমার্জন ও অন্য সব দাবি সম্পর্কে ইউনিভার্সিটি প্রশাসন উদাসীনতা দেখিয়ে আসছে। বারবার সংস্কার সম্পর্কিত অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রদত্ত উত্তরে দায়িত্ব অবহেলা প্রতীয়মান হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ঐকমত্যের ভিত্তিতে রবিবার (১৫ ডিসেম্বর) থেকে ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, 'সব সাধারণ শিক্ষার্থীকে রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা বিল্ডিংয়ের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষার্থীরা কোনো ধরনের ক্লাস, ল্যাব ও পরীক্ষায় অংশ নেবেন না। যেহেতু সব ডিপার্টমেন্টের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই একাডেমিক কোনো কার্যক্রমে অংশ না নিলেও সবাইকে অবশ্যই  রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে উপস্থিত হতে হবে।’

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সেমিস্টার ফি কমানো, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে দফায় দফায় বৈঠক ও সিন্ডিকেট মিটিং থেকে আশানুরূপ সিদ্ধান্ত না আসায় এই কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।