
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ২য় কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৯ জানুয়ারি (রবিবার) সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও খোলা কাগজ প্রতিনিধি তৌফিকুল ইসলাম আশিক। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মর্নিং পোস্ট প্রতিনিধি তালহা বিন হাবিব।
অন্যান্য সদস্যরা হলেন আতিক ইশরাক রিজভী (সহ-সভাপতি), মোঃ রাহাদ আলী সরকার (যুগ্ম-সাধারণ সম্পাদক), মাজহারুল হক মাসুদ (কোষাধ্যক্ষ), মোঃ সামিউল ইসলাম প্রমি (সাংগঠনিক সম্পাদক), সানজীম সাজিদ জীম (দপ্তর সম্পাদক), সাদিকুর রহমান সাদি (প্রচার ও প্রকাশনা সম্পাদক), তাসফিয়া তাবাস্সুম (কার্যনির্বাহী সদস্য)
এছাড়াও সহযোগী সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন খালিদ হাসান (সহযোগী সদস্য), রাইসুল ইসলাম (সহযোগী সদস্য), শেখ সাদাদ বিন আব্দুল আহাদ (সহযোগী সদস্য)
নবনির্বাচিত কমিটির সভাপতি তৌফিকুল ইসলাম আশিক বলেন, “বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিকে দেশ বিদেশের অগণিত মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের এই যাত্রা। ইতোমধ্যে সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। আমাদের এই নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সংবাদ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিবেশনে কাজ করবে। আশা করি সাংবাদিকতার চর্চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতায় উদ্বুদ্ধ করা ও ক্যাম্পাস প্রতিনিধিদের মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করবো।”
সাধারণ সম্পাদক তালহা বিন হাবিব বলেন, “ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে শুরু থেকে যারা কাজ করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ইতোমধ্যে সাংবাদিক সমিতির সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের জন্য নিবেদিত হয়ে কাজ করছে। সামনে ইনশাআল্লাহ আরো ভালো কিছু করছে। আশা করছি সাংবাদিক সমিতির মাধ্যমে গণমাধ্যমের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়, বোঝাপড়া এবং হৃদ্যতা বাড়বে। পাশাপশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।"
মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের তথ্য এবং সকল কার্যকলাপ নিয়ে সামনে আরো এগিয়ে যাবে বলে সবাই আশাবাদী।