নজরুল বিশ্ববিদ্যালয়ে টেডএক্স ইভেন্ট ২৫ জানুয়ারি


মুতাসিম বিল্লাহ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | Published: 2025-01-23 10:13:19 BdST | Updated: 2025-02-08 15:13:57 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ও সারা বাংলাদেশে ১৩তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইভেন্ট টেডএক্স। টেড ইন্টারন্যাশনালের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনটি করছে, যার নামকরণ করা হয়েছে ‘টেডএক্স জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি’।

জানা যায়, আগামী ২৫ জানুয়ারি, ত্রিশালের নজরুল অডিটরিয়ামে দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, এতে অংশ নেবেন দেশবরেণ্য ৯ জন বক্তা। তাঁরা নিজেদের জীবন অভিজ্ঞতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং দক্ষতা বৃদ্ধির কৌশল সম্পর্কে কথা বলবেন, যা তরুণদের জন্য হবে অনুপ্রেরণার উৎস।

আয়োজকরা জানান, ইভেন্টে বক্তা হিসেবে থাকবেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষিকা অপি করিম; এস্তোনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স-এর টেকসই উন্নয়নের সিনিয়র প্রভাষক ও লেখক আমিনুল ইসলাম; চেঞ্জ ইনিশিয়েটিভ-এর কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ এম. জাকির হোসেন খান; চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা আশফাক নিপুন; নেসলে বাংলাদেশ এর কোম্পানি সেক্রেটারি দেবব্রত রায় চৌধুরী; বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক; ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মোঃ আবদুল ক্বায়ুম; শিশু অধিকার কর্মী; জলবায়ু আন্দোলনকারী ও মাই গোল চ্যাম্পিয়ন ফাতিহা আয়াত; এবং এভারেস্ট বেসক্যাম্প সাইক্লিং অভিযানের বিশ্ব রেকর্ডধারী তাম্মাত বিল খায়ের।

ইভেন্টে অংশগ্রহণকারী সকলের জন্য নাস্তা, মধ্যাহ্নভোজ, বিশেষ গিফট এবং সার্টিফিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ইভেন্টে স্থানীয় ও জাতীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত, নৃত্য এবং নাটকও থাকবে, যা পুরো আয়োজনকে আরও রঙিন করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

এ বিষয়ে ইভেন্টটির লাইসেন্সি এবং লিড অর্গানাইজার আবুল আবছার বাপ্পি বলেন, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা, যাতে তারা নিজেদের সৃজনশীল শক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের একটি মঞ্চ দেবে, যেখানে তাঁরা অনুপ্রেরণাদায়ী গল্প শুনতে পারবেন এবং সৃজনশীল চিন্তাধারার গভীরতায় ডুব দিতে পারবেন। এছাড়াও অংশগ্রহণকারীরা উদ্যোক্তা, শিল্পী, গবেষক এবং কমিউনিটি লিডারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রোগ্রামটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

উল্লেখ্য, টেড এমন একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের নিয়ে কনফারেন্স আয়োজন করে। যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন কৌশল নিয়ে কথা বলেন। যা মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। টেডএক্স মূলত টেড ইন্টারন্যাশনালের অনুমোদনে স্থানীয় পর্যায়ে এইসব আয়োজনের সুযোগ করে দেয় যেনো টেডের মূল ভাবনা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়।