
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। রোববার (১৮ মে) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো সময় পরিবর্তন হলো সমাবর্তনের। এর আগে ২০২৩ সালের ২০ নভেম্বর নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে কুবির সরে আসা ও পোষ্য কোটা বাতিলের ইস্যুতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে গেলে, উপাচার্য তাঁদের সঙ্গে আলোচনা করেন। তখনই একক ভর্তি পরীক্ষার কারণে সমাবর্তন পিছিয়ে সেপ্টেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সমাবর্তনের সার্বিক পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয় উপ-উপাচার্যকে।
রোববার সমাবর্তন আয়োজন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, অতিরিক্ত গরমের কারণে অনুষ্ঠান সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরের মাঝামাঝি সময়ে নেওয়া হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘সমাবর্তনের অনুষ্ঠান যেহেতু দুপুরে হয়ে থাকে, তাই সেপ্টেম্বরের গরম মাথায় রেখে আমরা নভেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’