
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটে নতুন দুই সদস্য মনোনীত হয়েছেন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
মনোনয় পাওয়া দুই সদস্য হলেন— উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহমদ খান ও ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।
শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী তাঁদের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।