রাবির হলে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদ ছাত্রফ্রন্টের


RU Correspondent | Published: 2022-06-30 18:20:16 BdST | Updated: 2024-03-29 06:31:39 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা।

এ সময় বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ক্লাসরুম মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার একটি সামগ্রিক পরিবেশ হল, ডাইনিং, ক্যান্টিন, লাইব্রেরি। ক্যাম্পাসের কোনো কিছুই পরিবেশের বাইরে নয়। যখন সামর্থ্যের দিক তোয়াক্কা না করে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন শিক্ষার সেই পরিবেশ বিঘ্নিত হয়। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই বহু অসচ্ছল শিক্ষার্থী এক বেলা না খেয়ে থাকে। বহু শিক্ষার্থী এক মুঠো খাবার জোগাড় করার চিন্তা করতে গিয়ে হারিয়ে ফেলে নিয়মিত শিক্ষার সঙ্গে সম্পর্ক। এমনকি এ বছরের এপ্রিল মাসে হল ডাইনিংয়ের খরচের বকেয়া পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিয়েছিল কুয়েট শিক্ষার্থী অন্তু।

বক্তারা আরও বলেন, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল ডাইনিংয়ের খাবারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সামর্থ্যের সঙ্গে সাংঘর্ষিক এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শিক্ষার অনুপযোগী পরিবেশকে ভয়াবহ রূপ দিবে।

বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. ফেরদৌসী মহল বলেন, সার্বিক বিষয় চিন্তা করেই খাবারের দাম বাড়িয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আগের তুলনায় কিছুটা ভর্তুকি বাড়িয়ে দিবে। ডাইনিংগুলোতে ইতোমধ্যে বলা হয়েছে পুষ্টি সমৃদ্ধ খাবার পরিবেশন করতে। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় ডাইনিংয়ের পরিচালকরাও অল্প টাকায় ভালো মানের খাবার দিতে পারছে না। তবে খাবারের দাম বৃদ্ধির পর প্রতিদিন আলাদা আলাদা খাবার পরিবেশন করা হবে ডাইনিংগুলোতে।

//