রাবি ক্যাম্পাসে অবৈধ ৫০ দোকান উচ্ছেদ


RU Correspondent | Published: 2022-08-28 20:53:12 BdST | Updated: 2024-04-19 00:58:52 BdST

ক্যাম্পাসের সৌন্দর্য্য রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০ দোকান উচ্ছেদ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) তিনদিনের মধ্যে দোকানপাট সরিয়ে ফেলার নোটিশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও প্রক্টরিয়াল টিম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম প্রমূখ।

বিশ্ববিদ্যালয় অভিযান উচ্ছেদ কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বেশকিছু দোকানপাট গড়ে উঠেছে যার অধিকাংশই প্রশাসনের অনুমতি নেয়নি। স্টেডিয়াম মার্কেট, বিজ্ঞান ভবনগুলোর পাশে, মেয়েদের হলগুলোর সামনে, টুকিটাকি চত্বর, ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে, মমতাজ উদ্দিন কলা ভবন, শহীদুল্লাহ্ কলা ভবন, ইবলিশ চত্বরের পাশে, ডিনস’র সামনে, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ও আমতলাসহ বিভিন্ন পয়েন্টে ৯৮টি অবৈধ দোকান গড়ে উঠেছে। গত ২১ আগস্ট নোটিশ জারি করে ২৫ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে দোকানপাট সরানোর জন্য দোকানীদের কাছে নোটিশ পাঠানো হয়।

তবে ৩ দিনের সময়সীমা নির্ধারণ করে দোকানপাট সরানোর নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনদিনের সময়সীমা শেষ হওয়ায় শনিবার অভিযান পরিচালনা করেন দায়িত্বে থাকা কমিটির সদস্যরা।

এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসের যত্রতত্র অবৈধ দোকান সরিয়ে নিতে তিন দিন সময় বেধে বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দোকানদাররা নির্দেশনা না মানায় এসব দোকান উচ্ছেদ করা হয়েছে।

দোকান অভিযান উচ্ছেদ কমিটির সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুজ্জামান জোয়ার্দার বলেন, ক্যাম্পাসে যারা অবৈধ দোকান পরিচালনা করছেন তাদেরকে একটা নিদিষ্ট সময় বেধে দেওয়া হয়েছিলো। এ সময়ের মধ্যে তারা সরে না যাওয়ায় আমরা অভিযান পরিচালনা করেছি। ক্যাম্পাসের ওপর যাদের জীবিকা নির্ভরশীল শুধুমাত্র তাদের কাছ থেকে দোকান স্থাপনের অনুমিত চেয়ে প্রক্টর বরাবর আবেদন করার সুযোগ দেওয়া হবে। তারপর আমরা নির্দিষ্ট কয়েকটি জায়গা বরাদ্দ করবো। সেখানে কিছু দোকানিকে দোকান স্থাপনের সুযোগ দেওয়া হবে। আমরা ইতোমধ্যে ৯টি জায়গা চিহ্নিত করেছি। শিক্ষার্থীদের দ্বারা চালিত কোনো দোকান স্থাপনের সুযোগ দেওয়া হবে না। তবে যারা নিয়ম বহির্ভূত দোকান বসানোর জন্য অপচেষ্টা করবে তাদের দোকান জব্দ করে সঙ্গে সঙ্গে উচ্ছেদ করে দেওয়া হবে।

দোকান উচ্ছেদ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আমরা গত ২৫ আগস্ট অবৈধ দোকান উচ্ছেদের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। দোকানীরা এ নির্দেশনা না মানায় আমরা দোকান উচ্ছেদ অভিযানে নেমেছি। তবে কিছু দোকানীদের পুনরায় দোকান স্থাপনের জন্য সুযোগ দেওয়া হবে এবং আমরা কিছু জায়গা চিহ্নিত করে সেখানে তাদের প্রশাসন থেকে দোকান স্থাপন করে দেওয়া হবে। সেগুলো দেখতে অনেক চমৎকার ও নান্দনিক হবে। সেখানে খাবারের মূল্য তালিকা লেখা থাকবে এবং খাবারের মান ও দাম যেন ঠিক থাকে সে বিষয়ে সবসময় তদারকি করা হবে।