রাবিতে 'সাইকেল চোরকে' হাতেনাতে আটক


RU Correspondent | Published: 2023-01-22 19:16:11 BdST | Updated: 2024-04-25 18:59:00 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছেন শিক্ষার্থীরা। শনিবার ( ২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ ঘটনা ঘটে।

আটক ওই ব্যক্তির নাম মো. আজিবর। তার বাড়ি মেহেরচণ্ডী এলাকার বাগানপাড়ায়। তিনি রাজমিস্ত্রীর কাজ করেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি সাইকেল চুরি করার সময় চোরকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে মারধর করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি এবং পুলিশ তাকে উদ্ধার করে প্রক্টর দফতরে নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজ দুপুরে শিক্ষার্থীরা সাইকেল চুরির সময় এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি আজ সকালে একটি সাইকেল চুরি করেছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সাইকেলটি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচণ্ডী এলাকার বাঁশ ঝাড় থেকে সাইকেলটি উদ্ধার উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সাইকেল চুরির ঘটনায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নিবো।