শিক্ষার্থীদের দাবির মুখে রাবিতে হল ফি বৃদ্ধি স্থগিত


RU Correspondent | Published: 2023-03-06 00:51:27 BdST | Updated: 2024-04-16 15:02:22 BdST

শিক্ষার্থীদের দাবির মুখে হল ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। রোববার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

উপ-উপাচার্য বলেন, প্রাধ্যক্ষ পরিষদ হল ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে বর্ধিত ফি স্থগিত করা হয়েছে। আমরা ইতোমধ্যে প্রাধ্যক্ষ পরিষদকে এ বিষয়ে জানিয়ে দিয়েছি যে, যদি ফি বাড়াতে হয়, তবে পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, রোববার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে হল ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, হল ফি ৯০০ টাকা থেকে বাড়িয়ে ২৮০০ টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল প্রাধ্যক্ষ পরিষদ‌।