রাবির ভর্তিযুদ্ধ: ক্যাম্পাসে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা


RU Correspondent | Published: 2023-05-28 16:47:43 BdST | Updated: 2024-04-19 18:59:33 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (২৯ মে) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ। এজন্য একদিন আগে থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শনিবার (২৭ মে) রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাবি ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। তাদের একাংশকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থান নিতে দেখা যায়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই যথাসময়ে বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভর্তি পরীক্ষায় আগেই ক্যাম্পাসে আসতে হচ্ছে।

ভর্তি পরীক্ষার দুইদিন আগে শনিবার রাতে নেত্রকোনা থেকে রাজশাহীতে এসেছেন রাজন আকন্দ নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, আমরা দুই বন্ধু একসঙ্গে ভর্তি পরীক্ষা দিতে এসেছি। ভর্তি পরীক্ষার আগের দিনের টিকিট পাইনি। তাই আমরা দুইদিন আগেই ক্যাম্পাসে চলে এসেছি। এখানে এলাকার এক বড় ভাইয়ের কাছে শহীদ জিয়াউর রহমান হলে থাকবো।

শনিবার রাতে রাবি ক্যাম্পাসে এসেছেন মিনহাজুর রহমান মিঠু। তিনি বলেন, আমার পরীক্ষা ৩০ তারিখ দুপুরে। ভর্তি পরীক্ষার আগের রাতে আসার কথা ছিল কিন্তু বাস-ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। তাই তিনদিন আগেই আসতে হয়েছে।

কথা হয় এক শিক্ষার্থীর অভিভাবক মোখলেছুর রহমানের সঙ্গে। তিনি খাগড়াছড়ি থেকে রোববার ভোরে ছেলেকে নিয়ে ক্যাম্পাসে এসেছেন। তিনি বলেন, ট্রেনের টিকিট না পেয়ে আগেই চলে আসতে হলো। পরে যদি বাস-ট্রেনের টিকিট না পাই, সে অনিশ্চয়তা থেকেই আগে আসা।

আগামী ২৯ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবেন ৪৫ জন ভর্তিচ্ছু।