রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ও প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সবাই পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩টা ১০ মিনিটে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (৬ জুলাই) পদত্যাগপত্র জমা দিয়েছেন ছাত্র উপদেষ্টা। বৃহস্পতিবার (৮ আগস্ট) পদত্যাগপত্র জমা দিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সবাই। এছাড়াও পদত্যাগ করেছেন রাবির গণসংযোগ দফতরের প্রশাসক প্রণব কুমার পাণ্ডে। বৃহস্পতিবার (৮ আগস্ট) পৃথকভাবে তথ্যটি নিশ্চিত করেছেন সদ্য সাবেক উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর।
এছাড়া, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে পদত্যাগ করেছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রায়সুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) সংগঠনটির কনভেনার বরাবর পাঠানো এক চিঠির মাধ্যমে পদ বাতিলের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
রাবির সদস্য সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার দুপুর তিনটা ১০ মিনিটের রাষ্ট্রপতি সচিবের কাছে মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছি। তারা পেয়েছেন বলে জানিয়েছে। রাবির শিক্ষার্থীরা দাবি করছিলেন পদত্যাগের জন্য। সেজন্য পদত্যাগ করেছেন।
আসাবুল হক বলেন, আজ তিনি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। জাহাঙ্গীর আলম সাউদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বেলা আড়াইটার দিকে বলেন, মৌখিকভাবে তাঁকে অনেকেই বলেছেন। তিনি এখনো অফিসে যাননি। তাই কে কে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না।
২০২১ সালের ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গোলাম সাব্বির ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে তিনি নিজ বিভাগের সভাপতি হন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সবাইকে রাজাকার ও আলবদর আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাবি সমন্বয়ক কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ১৭ হলের প্রভোস্ট, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা তাদের পদত্যাগে বাধ্য করবেন। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণ দেখানো চলবে না।