কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় নিহতদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। শনিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ প্রদীপ প্রজ্বলন করা হয়।
প্রদীপ প্রজ্বলন শেষে শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো অপশক্তি যাতে চলমান পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যে কোনো অশুভ তৎপরতা রুখতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্য, সৌহার্দ্য ও নৈতিক বলে বলিয়ান হয়ে একটি উন্নত দেশ গড়ার মাধ্যমে ছাত্র অভ্যুত্থানে শহিদদের মর্যাদা এই বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইসলাম রাজু বলেন, 'আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। এদেশে ফ্যাসিবাদী শক্তি এখনও সক্রিয়। তাদের হাত থেকে এ দেশকে রক্ষার পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ বিনির্মানে নিশ্চিত করার মাধ্যমেই এই সংগ্রাম শেষ হবে।'
আরেক শিক্ষার্থী রাফিদ হাসান বলেন, 'কোটা সংস্করের আন্দোলনে একটি চক্র মিশে গিয়ে আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।'
প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।