রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিলের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, কলা অনুষদের সাবেক ডিন ও প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল হক, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাকিব প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বলেন, 'তিনটা জিনিসকে গুরুত্ব দিতে হবে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ। অনুসন্ধানি সাংবাদিকতার ক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। বিশেষ করে যেকোনো তথ্য, সংবাদ করার ক্ষেত্রে আমাদের অনুমতির প্রয়োজন নেই। আমরা চাই সত্য প্রকাশিত হোক এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কার আসুক।'
অনুষ্ঠানে কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক নবীনদের উদ্দেশ্য বলেন, 'তোমরাই এ জাতির সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। আমি আমার জীবনকে কীভাবে পরিবর্তন করব এই প্রশ্নকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। এখানে আমরাই জাতির পরিবর্তন করবো।'
প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন বলেন, 'বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অত্যন্ত ক্ষুদ্র একটি রাষ্ট্র। কিন্তু জনসংখ্যার দিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান অষ্টম। সেক্ষেত্রে এই বৃহৎ জনগোষ্ঠীকে জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। আমি বিশ্বাস করি তোমাদের মতো শিক্ষার্থীরাই পারবে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে।'
প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল নবীন শিক্ষার্থীদের প্রেসক্লাবে আসার আহ্বান জানিয়ে বলেন, 'বিশ্ববিদ্যালয়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজের মাধ্যমে একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে পারে। রাবি প্রেসক্লাবের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের 'ওয়াচ টাওয়ার' হিসেবে কাজ করে। এই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অর্জন, সমালোচনা, সিনেট, সিন্ডিকেট, বিভিন্ন বিভাগসহ বিস্তর বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে। প্রেসক্লাব নবীন শিক্ষার্থীদেরকে হাতে-কলমে এসব বিষয় শিক্ষা দিয়ে থাকে।'
সবশেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, 'সাংবাদিকদের নৈতিকতার জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো দল বা গোষ্ঠীকে খুশি করার জন্য কাজ করা যাবে না। নিজেদের বিকশিত করার জন্য পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা একটি বড় সুযোগ রয়েছে। মনে রাখবে, একটা ভালো রিপোর্ট একজনের জীবন পাল্টে দিতে পারে আবার একটা ভুল রিপোর্ট একজনের জীবন নষ্ট করে দিতে পারে।'
রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি আসাদুল্লাহ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম নেহাল, কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম ধ্রুব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হোসেন মিশন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জিসান, কার্যনির্বাহী সদস্যরাসহ অর্ধশতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।