জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাবি শিক্ষক ফোরামের র‍্যালি


Abu Saleh Shoeb | Published: 2024-11-07 19:23:44 BdST | Updated: 2024-12-14 12:41:58 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের পেশাজীবি ইউনিট, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরাও র‍্যালিতে উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এসে মিলিত হোন তারা।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলামের সঞ্চালনায় ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ৭ই নভেম্বর এক ঐতিহাসিক দিন। এদিন সিপাহী জনতা ঢাকার রাজপথে নেমে এসেছিল এবং সেটিই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট। এতোবছর পরে আজকের এই র‍্যালি প্রমাণ করলো হতাশ হওয়ার কিছু নেই। সামনের দিনগুলোতে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশ দিবেন সেই অনুযায়ী চলব ও আমরা ধৈর্য ধরে এগিয়ে যাব।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আহবায়ক প্রোগ্রামের আহবায়ক অধ্যাপক ড. মো. গোলাম সাদিক, অধ্যাপক ড. মো. ফজলুল হক, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রশীদ, অধ্যাপক ড. এনামুল হক, অধ্যাপক ড. শেরেজ্জামাব, অধ্যাপক ড. মাসুদুল হাসান খান (মুক্তা), অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক প্রিন্সসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষক ও দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ' সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লব এর স্মরণে এ দিবসটি পালিত হয়। কর্নেল (অবঃ) আবু তাহের এর নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব জেনারেল খালেদ মোশাররফের তিনদিনের সরকারের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থাকে মুক্তি পান, এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন।