রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে ‘লাল কার্ড’ প্রদর্শন


Abu Saleh Shoeb | Published: 2024-12-08 22:40:05 BdST | Updated: 2025-01-17 01:26:29 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে আগামীকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে শিক্ষকদের উদ্দেশে পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে ‘উন্মুক্ত বিতর্ক’র আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘আপস না মৃত্যু, মৃত্যু মৃত্যু’, ‘তুমি কে? আমি কে? মেধাবী মেধাবী’ ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস মার্ক ৪০। সেখানে পাস মার্কেরও অর্ধেক ১৯.৫০ নম্বর পেয়ে এক শিক্ষকের ছেলেকে পোষ্য কোটায় ভর্তি হয়েছে। দেখা গেছে পরে তাকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ৩.৭০ নম্বর দেওয়া হয়েছে। এটা হচ্ছে কিছু অযোগ্য মানুষদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর মেশিন। সে মেশিনটাকে বিলুপ্ত করতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি পোষ্য কোটা পুরোপুরি বাতিল।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘পোষ্য কোটার বিরুদ্ধে আজকে আমরা লাল কার্ড প্রদর্শন করলাম। আগামীকালের বিতর্ক প্রতিযোগিতায় যদি তারা তাদের পোষ্য কোটার পক্ষে যুক্তি দেখাতে পারে তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা পোষ্য কোটাকে মেনে নেব। আর যদি কোনো যুক্তি দেখাতে না পারে তাহলে সেখান থেকে পোষ্য কোটার বাতিল ঘোষণা করতে হবে। এই প্রশাসন পোষ্য কোটা নিয়ে টালবাহানা করছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আর যারা এই পোষ্য কোটা নিয়ে টালবাহানা করবে তাদেরকে সরাতেও আমাদের ১০ মিনিট সময় লাগবে না।’

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গত ১৪ নভেম্বর আমরণ অনশনে বসেলে কোটা বিষয়ক পর্যালোচনা কমিটি গঠন করে প্রশাসন। এ কমিটি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে। তবে কার্যকরী কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।