রাকসু নির্বাচনের রোডম্যাপসহ ১০ দফা দাবি রাবি ছাত্র ইউনিয়নের


Abu Saleh Shoeb | Published: 2024-12-09 21:54:24 BdST | Updated: 2025-01-17 00:16:58 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একটি অংশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমানের নিকট স্মারকলিপি দিয়ে এসব জানায় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

তাদের অন্য দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের ফরম ফিল-আপ, ভর্তি এবং এই সংক্রান্ত পেমেন্ট পদ্ধতি অনলাইন ব্যাংকিং সার্ভিস সহ যাবতীয় অফিসিয়াল কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে হবে; সেন্ট্রাল লাইব্রেরিতে বই নিয়ে প্রবেশের সুযোগ দিতে হবে এবং কোর্স রিলেটেড পর্যাপ্ত বই, সার্বক্ষণিক বিদ্যুৎ ও সু-উচ্চসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয়ের বাসের শিডিউল এবং বিশেষত রাতের শিডিউলে বাসের সংখ্যা বাড়ানো; বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল প্রশাসনিক নজরদারি বাড়ানো; আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি বাড়িয়ে খাবারের মান বৃদ্ধি করা; বিশ্ববিদ্যালয় মেডিক্যাল আধুনিকায়নসহ চিকিৎসা সেবা উন্নত করা; ক্যম্পাসে অভ্যন্তরীণ চলাচলে সকল রাস্তায় গতিসীমা নির্দিষ্ট করে দৃশ্যমান সাইনবোর্ড বাড়াতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে রিকশা সংখ্যা নির্দিষ্টকরণ এবং এর বাহিরে বহিরাগত সকল প্রকার যান চলাচলে সতর্কবার্তাসহ এই সেক্টরে প্রক্টরিয়াল টিমের মনিটরিং সেল সক্রিয় করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাসুদ কিবরিয়া জানান, ‘প্রশাসন আমাদের সকল দাবিই গুরুত্বপূর্ণ মনে করেছেন। এর মধ্যে রাকসু নিয়ে রোডম্যাপ দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘তাঁরা যে দাবি জানিয়েছেন, সবগুলোই গুরুত্বপূর্ণ। আবাসিক হলের সমস্যা থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন বিষয় এখানে প্রাধান্য পেয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আগে থেকেই কাজ করে যাচ্ছি।’ তবে রাকসুর বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন।