রুয়েট রিপোর্টার্স ইউনিটি'র নতুন কমিটি প্রকাশ


Abu Saleh Shoeb | Published: 2024-12-14 11:41:30 BdST | Updated: 2025-01-17 00:18:33 BdST

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব উজ জামান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ৮ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন আহনাফ জামান জারিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরান আল বান্না ইউশা, অর্থ সম্পাদক রাকিবুল হাসান নুর। আর কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মো. নাফিস উদ্দিন ফুয়াদ ও মারুফ বিল্লাহ রিফাত।

রুয়েট রিপোর্টার্স ইউনিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, 'রুয়েটে সাংবাদিক ক্লাবের সূচনাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আনন্দিত যে রুয়েটের শিক্ষার্থীরা সাংবাদিকতার মতো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আগ্রহ দেখাচ্ছে। এসব কাজ তাদের জানার পরিধিকে আরো শাণিত করবে। রুয়েট নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রুয়েটকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরবে এই প্রত্যাশা করি।

নবনিযুক্ত সভাপতি মো. মাঈন উদ্দীন বলেন, 'রুয়েটের মতো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অন্যান্য খাতের অর্জনগুলো সাধারণত খুব বেশি মিডিয়া ফোকাস পেত না আগে। সেই জায়গায় সাংবাদিক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে বৃহৎ পরিমন্ডলে রুয়েটের প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জটি গ্রহণ করে আমরা সত্যিই গর্বিত। নতুন পথচলায় সকলের সহযোগিতা কামনা করছি।'