মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ


টাইমস ডেস্ক | Published: 2020-11-02 03:15:02 BdST | Updated: 2024-12-10 12:22:22 BdST

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিন (পবিত্র ঈদে মিলাদুন্নবী)'র তাৎপর্য উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার (৩১ অক্টোবর) সকালে দোয়া মাহফিল, খাবার ও শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

নিজ বাসভবনে ছিন্নমূল শিশুদের নিয়ে দোয়া মাহফিল এর আয়োজন করেন শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)।

দোয়া মাহফিল শেষে ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রীর মধ্যে ছিলো ইসলামিক বই, ডিজিটাল সেলেট, খাতা কলম, ও স্কুল ব্যাগ বিতরন করেন। প্রায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।