অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ


Dhaka | Published: 2021-08-26 14:13:57 BdST | Updated: 2024-04-20 09:52:23 BdST

এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়। এ বৃত্তির আওতায় বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বৃত্তিটির জন্য আগ্রহী শিক্ষার্থীরা ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৃত্তির সুযোগ–সুবিধাসমূহ
* টিউশন ফির সম্পূর্ণ খরচ।
* বিদেশি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপআ

বেদনের যোগ্যতা

মোনাশ বিশ্ববিদ্যালয় বৃত্তির জন্য আবেদনকারীকে শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে নিম্নলিখিত বিষয়গুলো পূরণ করতে হবে।
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* মোনাশ বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো পূরণ করতে হবে।
* মোনাশ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে এখানে ক্লিক করুন।https://www.monash.edu/study/fees-scholarships/scholarships/find-a-scholarship/international-tuition-scholarship?domestic=true#scholarship-details