চীনের ডালিয়ান ইউনিভার্সিটিতে স্কলারশিপ


Dhaka | Published: 2021-12-11 00:31:40 BdST | Updated: 2024-04-20 04:59:27 BdST

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের ডালিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (ডিইউটি)। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ। গত ১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে।

‘চাইনিজ গভমেন্ট স্কলারশিপ-চাইনিজ ইউনিভার্সিটি প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ বহন করা হবে। সম্পূর্ণ টিউশন ফি প্রদান, ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা, মাসিক উপবৃত্তি ও স্বাস্থ্য বীমাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। স্নাতকোত্তরের সময়সীমা ৩ বছর এবং পিএইচডির সময়সীমা ৪ বছর।

ডালিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি চীনের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৯৪৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের সমাজতান্ত্রিক দলের প্রথম কোনো আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধাসমূহ:

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
    * ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে।
    * স্নাতকোত্তরে প্রতি মাসে ৩ হাজার ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিামাণ প্রায় ৪০ হাজার টাকা।
    * পিএইচডিতে প্রতি মাসে ৩ হাজার ৫০০ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিামাণ প্রায় ৪৭ হাজার টাকা।
    * স্বাস্থ্য বীমা।

যোগ্যতার মানদণ্ড:

* চীনের নাগরিকরা আবেদনের যোগ্য নয়।
* সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে এবং বয়স ৩৫ বছরের কম হতে হবে।
* পিএইচডির ক্ষেত্রে স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে এবং ৪০ বছরের কম বয়সী হতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদান করতে হবে। টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৮০ পেতে হবে। অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৫.৫ স্কোর তুলতে হবে।
* চাইনিজ ভাষার ক্ষেত্রে ‘চাইনিজ পোফিসিয়েন্সি টেস্ট (এইচএসকে)’ স্কোর প্রদান করতে হবে।

আবেদন করতে যা যা প্রয়োজন:

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* গবেষণা পরিকল্পনা।
* শারীরিক ও রক্ত ​​পরীক্ষার রিপোর্ট।
* ৬টি ছবি।
* পাসপোর্টের অনুলিপি।
* নো-ক্রিমিনাল কনভিকশন সার্টিফিকেট।
* রিকমেন্ডেশন লেটার।

আবেদন প্রক্রিয়া:https://sie.dlut.edu.cn/en/Scholarships/CSC.htm