তুরস্কে ১ মাসের ইন্টার্নশিপ, আবেদন শেষ ৩০ এপ্রিল


Desk report | Published: 2022-04-19 06:02:07 BdST | Updated: 2024-03-19 12:34:47 BdST

বিভিন্ন বিষয়ে এক মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ইউনুস এমরে ইনস্টিটিউট। বাংলাদেশসহ যে কোনো দেশের স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

‘স্কাই গ্লোবাল সামার এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষার্থীদের বিমানে আসা-ডাওয়ার খরচ, আবাসন ও খাবার খরচ, উপবৃত্তি এবং অভ্যন্তরীণ ভ্রমণ খরচ বহন করা হবে। এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে কোনো ফি লাগবে না।

আগামী ১৮ জুলাই থেকে ১৯ আগস্ট এ ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে। তুর্কিতে চার সপ্তাহের ইন্টার্নশিপের মাধ্যমে তুরস্কের আঙ্কারায় অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সুবিধা এবং এক সপ্তাহের সাংস্কৃতিক কার্যক্রমের সুবিধা পাওয়া যাবে। এছাড়া আইইএলটিএস বা টোয়েফল স্কোর লাগবে না।

অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং. অ্যারোনটিকেল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* আবাসন সুবিধা।
* খাবার খরচ।
* অভ্যন্তরীণ ভ্রমণ খরচ।
* উপবৃত্তি হিসেবে ৩ হাজার ৩০০ তুর্কি লিরা প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২০ হাজার টাকা।
* কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের যোগ্যতা:

* ইংরেজিতে সাবলীলভাবে পড়তে, লিখতে এবং কথা বলার ক্ষমতা।
* নির্ধারিত বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী।
* ন্যূনতম সিজিপিএ ৩.০ পেতে হবে।
* তুরস্কে ভ্রমণে নিষেধাজ্ঞা নেই এমন শিক্ষার্থী।
* ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* আবেদনপত্র। ফরম পেতে ক্লিক করুন এখানে। https://skyglobal.yee.org.tr/assets/img/SkyGlobalApplicationForm.pdf
* সিভি (জীবন বৃত্তান্ত)।
* এক পৃষ্ঠার ব্যক্তিগত বিবৃতি।
* ইংরেজি ভাষার দক্ষতার শংসাপত্র।
* বৈধ পাসপোর্টের স্ক্যান কপি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফরম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস পিডিএফ আকারে [email protected] -এই মেইলে পাঠাতে হবে।

//