আইসিসিআর স্কলারশিপ

শতভাগ স্কলারশিপে ভারতে পড়ার সুযোগ


স্টাফ করেসপন্ডেন্ট | Published: 2023-04-18 14:40:38 BdST | Updated: 2024-03-28 20:19:00 BdST

বিনা খরচে ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটগুলোতে ইঞ্জিনিয়ারিংসহ যেকোন বিষয়ে অনার্স, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট-ডক করার সুযোগ রয়েছে। যেকোন ফিল্ডে ইঞ্জিনিয়ারিং, সাইন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সাইন্সসহ অনেক বিষয়েই পড়তে পারবেন শুধুমাত্র মেডিসিন, প্যারামেডিক্যাল (নার্সিং/ফিজিওথেরাপি/এনেস্থেশিয়া ইত্যাদি), ফ্যাশন, আইন ও ইন্টিগ্রেটেড কোর্সের বিষয়গুলো ছাড়া।

এই স্কলারশিপ থেকে কী কী সুবিধা পাওয়া যাবে?

এই স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা মাসিক স্টাইপেন্ড কোর্স অনুযায়ী স্টুডেন্টরা প্রতিমাসে স্নাতক-১৮,০০০ রুপি, স্নাতকোত্তর-২০,০০০ রুপি, পিএইচডি-২২,০০০ রুপি, পোস্ট ডক্টরেট ২৫,০০০ রুপি।
থাকার জন্য শহরবেদে ৫০০০ থেকে ৬,৫০০ রুপি
ফুল ফ্রী টিউশন ফি
বই ও রিসার্চ খরচের জন্য বাৎসরিক ৭ থেকে ১২ হাজার রুপি
প্রথমবার ও শেষবার আসা যাওয়ার এয়ার টিকেট
বাৎসরিক আইসিসিআর ক্যাম্পে যাওয়ার সুযোগ
আবেদনের যোগ্যতা

বাংলাদেশী পাসপোর্ট, অবশ্য মেয়াদ থাকতে হবে
অর্নার্স ও মাস্টার্সের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০, আর পিএইচডি/পোস্টডক এর ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫।
রেজাল্ট ৬০% মার্ক নতুবা সমমান জিপিএ
যারা ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং(BE)/ ব্যাচেলর অব টেকনোলিজি(B.Tech) কোর্সের জন্য আবেদন করছেন, তাদের জন্যSSC, HSC/O লেভেল, A লেভেল) পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত (PCM) বাধ্যতামূলক।
আইএলটি্এস/টোফেল/ডুয়োলিঙ্গো মেন্ডটরি না বাট থাকলে ভালো। এমবিএর ক্ষেত্রে কিছু বিশ্ববিদ্যালয় GMAT চায়।

আবেদন করতে যা প্রয়োজন

পাসপোর্ট
অনার্স এর ক্ষেত্রে এসএসসি/ O Level বা সমমান ও এইচএসসি/ A Level /ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সমমান এর সার্টিফিকেট ও মার্কশিট। স্কুল/কলেজের প্রিন্সিপাল ২টা রেকমেন্ডশন লেটার।
মাস্টার্স এর জন্য অনার্স এর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, পিএইচডির ক্ষেত্রে মাস্টার্স ও অনার্স এর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট সাথে রিসার্চ প্রফোজাল। সুপারভাইজার ও প্রফেসর থেকে ২টি রিকমেন্ডেশন লেটার।
হেলথ ফিটনেস ফর্ম।
ইংরেজী দক্ষতা যাচাইর জন্য ৫০০ শব্দের রচনা
অন্যান্য কো-কারিকুলার একটিভিটির সার্টিফিকেট এ্যাড করলে এগিয়ে থাকবেন থাকবেন।

কতদিন পর্যন্ত স্কলারশিপ?

ব্যাচেলর প্রোগ্রামের জন্য ৩-৪ বছর
মাস্টার্স এর জন্য ২ বছর
পিএইচডির ক্ষেত্রে ৩-৪ বছর
আবেদন করার আগে যে বিষয়গুলো মনে রাখা জরুরি?

সব কাগজপত্র এর স্ক্যানিং/সফট ফাইল আগেই করে ফেলুন। যে বিষয়ে পড়তে চান, সেই বিষয় ওই ইনস্টিউটের ওয়েবসাইটে সেই সাবজেক্ট এর রিকোয়ারমেন্টগুলো ভালো ভাবে জেনে নিন। তারপর সাবজেক্ট ও প্রতিষ্ঠানের Rank অনুযায়ী সাজিয়ে ৫টি প্রতিষ্ঠান সিলেক্ট করুন।

ভর্তির বিষয়ে অবশ্যেই প্রতারক চক্র এড়িয়ে চলুন। ভারতীয় হাইকমিশন ছাড়া স্কলারশিপের ক্ষেত্রে অন্য কারো সহযোগিতা করার সুযোগ নেই, তবে যেকোন তথ্যের জন্য হাইকমিশন যোগাযোগ করুন।

তবে সাধারণ তথ্যের জন্য আইসিআর স্কলার/বাংলাদেশী ফেইসবুক গ্রুপ- Link   এর সহযোগিতা নিতে পারেন।

আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট : Link

আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৩

//