আইডিয়াল স্কুলের অধ্যক্ষকে নিয়ে অনুসন্ধানে দুদক


Dhaka | Published: 2021-08-30 04:42:29 BdST | Updated: 2024-04-20 17:33:29 BdST

ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বলেন, “এই অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে কমিশনের সহকারী পরিচালক আতাউর রহমান সরকারকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।”

অধ্যক্ষ শাহান আরা বেগমের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে দুদকের এক কর্মকর্তা বলেন, “ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে বর্তমানে অনুসন্ধান চলমান রয়েছে। নতুন করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।”

দুদকের অনুসন্ধানের বিষয়ে অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, “তারা (দুদক) যেসব অভিযোগের কথা বলছে, এসব বিষয়ে তারা তদন্ত করে দেখবে যে এ ধরনের কিছু হয়েছে কিনা। আর আমার বিষয়ে অবৈধ সম্পদের যে কথা বলা হচ্ছে, এ বিষয়ে আমার কথা হলো, আমার কোনো অবৈধ সম্পদ নেই।”

এর আগে গত বছরের নভেম্বরে শিক্ষার্থীদের কাছ থেকে ‘বিশেষ ক্লাসের’ নামে বাধ্যতামূলক অর্থ আদায়ের অভিযোগে পেয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় অভিযান চালায় দুদকের একটি দল। ওই সময় অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য-উপাত্ত জব্দ করেছিল দুদক।