টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া


Dhaka | Published: 2021-11-15 12:23:14 BdST | Updated: 2024-04-24 20:32:21 BdST

ওপেনার ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ক্রিকেট অস্ট্রেলিয়া।

আজ রবিবার (১৪ নভেম্বর) রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ১৭৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় নিউজিল্যান্ড। তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ড্যারিল মিচেলের ক্যাচে পরিণত হন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৭ বলে মাত্র ৫ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে।

এরপর ওপেনার ডেভিড ওয়ার্নারের ফিফটি (৫৩ রান ৩৮ বলে) এবং মিচেল মার্শের অপরাজিত ৭৭ রানের সুবাদে ১৮ ওভার ৫ বলে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অজিরা। শুরুতে অস্ট্রেলিয়ার বোলাররা দারুণভাবে চেপে ধরেছিল কিউই ব্যাটসম্যানদের। তবে উইকেট না তুলতে পারায় শেষ দিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসের ঝড়ো ব্যাটিংয়ে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর করে নিউজিল্যান্ড।