
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেমে এসেছে ৩ ম্যাচে। অনিশ্চয়তার মেঘ কাটিয়ে আগামী ২৫ মে পিএসএলের পর্দা নামার পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য আজ বুধবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ তিন ক্রিকেটার বাবর আজম, শাহিন আফ্রিদি ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের।
সিরিজের সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ম্যাচগুলোর সময়সূচি এখনো জানানো হয়নি।
সিরিজে পাকিস্তানের অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলী আগা। কিছুদিন আগে নিউজিল্যান্ডের প্রায় দ্বিতীয় দলের বিপক্ষে খেলা সিরিজেও নিয়মিত অধিনায়ক রিজওয়ান, বাবর ও আফ্রিদিকে নেওয়া হয়নি। আর এ সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে মাইক হেসন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কয়েকদিন আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
স্কোয়াড ঘোষণা প্রসঙ্গে পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, চলমান পিএসএলে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় দলে নেওয়া হয়েছে।
বাবর পিএসএলে নিজের সেরা ফর্মে না থাকলেও খুব খারাপ করেননি। ১০ ইনিংসে ৩৬ গড় আর ১২৮ স্ট্রাইকরেটে ২৮৮ রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন সাতে। বাবরের তুলনায় রিজয়ান আরও দুর্দান্ত ছিলেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ১০ ইনিংসে ৫২ গড়ে ১৩৯ স্ট্রাইকরেটে ৩৬৭ রান করেছেন। তবে দুজনের দলই বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে।
পাকিস্তানের ১৬ সদস্যের দল:
সালমান আলী আগা, শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুব।