প্রথমার্ধে সিঙ্গাপুর ১, বাংলাদেশ ০


ক্রীড়া প্রতিবেদক | Published: 2025-06-10 20:17:49 BdST | Updated: 2025-07-10 04:44:57 BdST

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই উন্মাদনা ছিল। যা আরও চরম মাত্রায় পৌঁছায় আজ ম্যাচের আগমুহূর্তে। মাঠেও ছিল উভয় দলের শারিরীক ও আক্রমণাত্মক লড়াই। এরই মাঝে নির্ধারিত সময় শেষ হওয়ার একেবারে আগমুহূর্তে গোল হজম করে বসে বাংলাদেশ। ফলে হামজা-সামিত সৌমদের স্বাগতিক শিবির পিছিয়ে থেকে বিরতিতে গেছে।

৪৪ মিনিটের গোলে লিড নেয় সিঙ্গাপুর। ৪৩ মিনিটে বাম প্রান্ত থেকে তারা লম্বা থ্রো ইন করে। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পোস্ট থেকে বেরিয়ে এসে বলের লাগাল পেলেও পুরোপুরি গ্রিপ করতে পারেননি। জর্ডান এমবইয়ের হেডে বল পান হারিস স্টুয়ার্ট। তার বাড়ানো বল বাংলাদেশের জালে ঠেলে দেন সং উই ইয়ান। সিঙ্গাপুরের দুই ফুটবলারের পা ঘুরলেও বাংলাদেশের গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি।

হামজা চৌধুরি গোল লাইন ক্লিয়ারের চেষ্টা করেছিলেন। গোললাইন ক্রস করার পর তার পায়ে লেগেই বল আরও ভেতরে প্রবেশ করে। পিছিয়ে পড়ার পরপরই বাংলাদেশ টানা দুটি কর্নার আদায় করে। ডান প্রান্ত থেকে সামিত সোমের নেওয়া দুই শটই প্রতিহত করেছেন সিঙ্গাপুরের ডিফেন্ডাররা। রেফারি তিন মিনিট ইনজুরি সময় দিলেও সেই সময় তেমন আক্রমণ হয়নি।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের প্রথমার্ধ সমানতালেই হয়েছে। সিঙ্গাপুর গোলের আক্রমণ যেমন পেয়েছে তেমনি লড়েছে বাংলাদেশও। আজ অভিষেক হওয়া সামিত সোম কয়েকবারই ডিফেন্স চেরা পাস দিয়েছিলেন। তবে কয়েক দফা মিস করেছেন আক্রমণভাগে বাংলাদেশের তারকা রাকিব।

সিঙ্গাপুর ৪৪ মিনিটে যে গোল আদায় করেছে এমন আক্রমণ ছিল নয় মিনিটেও। থ্রো ইন থেকে জর্ডান এমবই লাফিয়ে হেড করেন। বাংলাদেশের গোলরক্ষক মিতুল বক্স থেকে সামনে এসে বলের লাগান পাননি। জর্ডানের হেড থেকে বাংলাদেশের ডিফেন্ডারদের সামনে বল পান সং উইঅং। তিনি পা ছোঁয়ালেও বল পোস্টে রাখতে পারেননি। না হলে সেই সময়ই পিছিয়ে পড়ত বাংলাদেশ।

১৫ মিনিটে শাকিল আহাদ তপু একক প্রচেষ্টায় ডান প্রান্ত দিয়ে বল নিয়ে প্রবেশ করেন। তার বাড়ানো বলে রাকিব পা ছোঁয়ালেও বল জালে পাঠাতে পারেননি। পরের মিনিটেই সিঙ্গাপুর গোলের আক্রমণ মিস করে। সাফওয়ান বাহারুদ্দিনের ক্রস ফান্দি হেড করলেও বল পোস্টে রাখতে ব্যর্থ হন।