জাবি ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধর


ঢাকা | Published: 2021-02-26 22:25:54 BdST | Updated: 2024-04-25 21:09:43 BdST

স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতির দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিখা পেরেগুকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করায় সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে ছাত্র ইউনিয়ন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সম্পাদকমন্ডলীর এক জরুরি সভায় তাকে অব্যাহতি দিয়ে ৪৫তম আবর্তনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তুষার ধরকে জাবি ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক অরণ্যক অর্ণব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সম্পাদকমন্ডলীর এক জরুরি সভায় মিখা পেরেগুকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তুষার ধরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তুষার ধর ২৯তম কাউন্সিলের মধ্য দিয়ে গঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

উলেখ্য, বিশেষ পরীক্ষার জন্য করা আবেদনে বিভাগীয় সভাপতির স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতি করেছিলেন মিখা পেরেগু। পরে তদন্ত কমিটির প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৩(২)(ক) ধারা অনুযায়ী সিন্ডিকেটের তারিখ (১৮/১১/২০২০) থেকে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।