মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট

ছাত্রলীগের ক্রিকেট টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন শহিদ জব্বার একাদশ


ঢাকা | Published: 2021-03-06 01:00:39 BdST | Updated: 2024-04-25 10:10:26 BdST

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে রফিক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জব্বার একাদশ।

এই টুর্নামেন্টে ভাষা আন্দোলনে শহীদ সালাম, রফিক, জব্বার এবং বরকত নামে চারটি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলের খেলোয়াড় হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার বেলা ২টায় খেলা শুরু হয়। এতে চ্যাম্পিয়ন হয় শহীদ জব্বার একাদশ। প্রথমে ব্যাট করে শহীদ রফিক একাদশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয় পায় শহীদ জব্বার একাদশ। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন জব্বার একাদশের বায়েজিদ কোতোয়াল। তিনি ৮০ রান করেছেন।

রফিক একাদশের বিরুদ্ধে ১৮২ রানের টার্গেটে এ জয় পায় জব্বার একাদশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

মাশরাফি বিন মর্তুজা তার বক্তব্যে বলেন, আমার খেলোয়াড়ি জীবনের ক্যারিয়ার শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ থেকে।