'হল খোলার সময় নির্ধারণে ছাত্রদের সমস্যাকে বিবেচনায় নেয়া হয়নি'


ঢাকা | Published: 2021-09-16 23:35:59 BdST | Updated: 2024-03-19 11:49:23 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিখেছেন,  অক্টোবরের ৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়। ২৭ সেপ্টেম্বরের পর হল খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব বিষয় এবং বাসা ভাড়া সহ শিক্ষার্থীদের সার্বিক বিষয় বিবেচনা করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হল খোলাই অভিভাবকসুলভ হত।

মহামারী চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, অনলাইন শিক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করাসহ বৃহত্তর স্বার্থে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করেছে, অথচ হল খোলার সময়সূচী নির্ধারণে ছাত্রদের সমস্যাকে বিবেচনায় নেয়া হয় নি।

পরিবেশ পরিষদে ছাত্র সংগঠনগুলোর মতামত অযৌক্তিকভাবে অগ্রাহ্য করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হল খোলার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অনতিবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস লিখেছেন, ৫ অক্টোবর নয়,সেপ্টেম্বর এর শেষ সপ্তাহে হল খোলার সিদ্ধান্ত নেয়া হোক।তাহলে শিক্ষার্থীদেরকে অক্টোবরের আবাসন বাবদ বাড়তি ভাড়া গুনতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো খুলে দেয়ার ব্যাপারে, ঢাবি প্রশাসনের উচিত শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেয়া।

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,পরিবেশ পরিষদের মিটিং এ এই দাবি করেছি আবার ও বলছি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলা বাদ দেন!ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সকল দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে!

//