শোরুমে গিয়ে তেজগাঁও কলেজ ছাত্রলীগ সভাপতির টাকা দাবি, মারধর


ঢাকা | Published: 2021-10-15 01:45:15 BdST | Updated: 2024-03-28 22:01:05 BdST

এসকে ট্রেডার্সের মালিকানাধীন বাজাজের শোরুমে গিয়ে তেজগাঁও কলেজ ছাত্রলীগ সভাপতি রবিন হাবিবের শোডাউন ও মালিকের কাছ থেকে টাকা দাবি এবং শোরুম মালিকের ছোট ভাই রহিমকে মারধর করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও অবস্থিত এসকে ট্রেডার্সের বাজাজের শোরুমে এ ঘটনা ঘটেছে।  

ছাত্রলীগনেতা রবিন হাবিব এর নেতৃত্বে শোডাউন চলাকালীন সময়ে এস কে ট্রেডার্স এর মালিক ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে অভিযোগ জানিয়েছেন।

এ বিষয়ে তেজগাঁও কলেজ ছাত্রলীগ সভাপতি  রবিন হাবিবের কাছে জানতে চাইলে তিনি ঘটনা অস্বীকার করেন এবং বলেন, আমি মারধর করিনি, অন্যরা মারছে। তবে আমরা এই মুহূর্তে এখানে আছি। তিনি সেসময় ক্যাম্পাস টাইমসের প্রতিবেদককে মালিকের সঙ্গে কথা বলিয়ে দেন। 

এসকে ট্রেডার্সের মালিক আল মামুন বলেন, আমাদের কাছে কেউ টাকা পাবে না। তারা যে টাকা দাবি করছেন সেই টাকা তারা আলিশা মার্ট থেকে পাবে কিন্তু তারা সেই টাকা আমাদের কাছ থেকে দাবি করছেন। এমনকি যেই টাকা দাবি করছেন সেই চেকের মালিক তেজগাঁও কলেজ ছাত্রলীগ সভাপতি রবিনও নয়। তার ছেলেপেলে অন্যায়ভাবে আমার ভাইকে মারধর করেছে, টাকা দাবি করছে  এবং সবাইকে হুমকি-ধামকি দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব জয়ের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

বিষয়টি জানানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে ক্যাম্পাসটাইমসের প্রতিবেদক দুই বার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন দিলেও তার নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।

//