পীরগঞ্জে সহায়তা নিয়ে সনাতন ধর্মালম্বীদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ


Rangpur | Published: 2021-10-21 02:53:40 BdST | Updated: 2024-03-29 16:45:31 BdST

রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি প্রতিনিধিদল।

বুধবার সন্ধায় এ কর্মসূচি পালিত হয়।

এ সময় শতাধিক নারী-পুরুষ-শিশুর মাঝে শাড়ী, লুঙ্গি, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার), খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

.

এর আগে ছাত্রলীগের এই প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মালম্বীদের সাথে কথা বলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এই প্রতিনিধি দলে আছেন সাহিত্য বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমদ্দার, মোঃ আল-আমিন সুজন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়, ছাত্র লীগের উপ-দফতর বিষয়ক সম্পাদক সজীব নাথ।

.

ছাত্রলীগের নেতাকর্মীরা পরমাণু বিজ্ঞানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা ড. এম এ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) সমাধীতে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ হতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

//