স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবি ছাত্র ফ্রন্টের


DU Correspondent | Published: 2022-01-22 10:00:24 BdST | Updated: 2024-04-25 06:12:05 BdST

বন্ধ না রেখে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান ফ্রন্টের নেতারা।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক প্রগতি বর্মণ তমার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রন্টের সদস্য সাদেকুল ইসলাম সাদিক। এছাড়া সেখানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতারা বলেন, দেশের হাট-বাজার, অফিস-আদালত, গণপরিবহন সবকিছু স্বাস্থ্যবিধি মেনে খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। গত কয়েকদিন ধরে সরকারের শিক্ষামন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী ছাত্র-ছাত্রীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা বলে আসছিলেন। কিন্তু হঠাৎ করে কেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো, তা কারও বোধগম্য নয়। ইতোমধ্যে করোনা মহামারির শুরুতে ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। এ পরিস্থিতিতে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করলে দেশের কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হবে।

তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সচল রাখতে বিশেষজ্ঞ, অভিভাবকসহ সচেতন মানুষেরা শিক্ষার্থীদের টিকা দেওয়া, শিফটিং ক্লাসসহ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু সরকার আগের মতো অন্য সব জনসমাগম ঠিক রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করবে। দীর্ঘ বন্ধের ফলে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক করতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিকল্প নেই।

এসময় নেতারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তকে বাতিল করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানান।

এর আগে সংগঠনটির নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।