ত্রাণ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছাত্রলীগ


Dhaka | Published: 2022-06-21 00:58:44 BdST | Updated: 2024-03-29 15:11:21 BdST

খাদ্য সহায়তা নিয়ে সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। বন্যার শুরু থেকেই তারা ত্রাণ নিয়ে এই দুই জেলায় পৌঁছে যান। 

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কর্মীদের একটি টিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে আরেকটি টিম এই দুই জায়গায় কাজ করছে বলে জানা গেছে।

বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী জানান, আমরা বানভাসি মানুষের বাসায় বাসায় গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছি। অনেকের বাসায় খাবার নেই। তারা খাবার পেয়ে খুবই আনন্দিত হয়েছেন। মানুষের পাশে দাঁড়ানোই ছাত্রলীগের দায়িত্ব ও কর্তব্য। 

.

কোথাও নৌকা দিয়,  কোথাও ট্রলার দিয়ে কিংবা কোথাও কোমড় সমপরিমাণ পানিতে নেমে তারা এ ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

ছাত্রলীগের এ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীরাও সহায়তা করছেন বলে জানা গেছে।

ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে ইতিমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিরাট একটি অংশ এই দুই জেলায় অবস্থান করছে। 

ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে সোমবার ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

//