ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নাট্য ও বিতর্ক সম্পাদক ফয়সাল মাহমুদ


ঢাকা | Published: 2022-08-01 23:23:48 BdST | Updated: 2024-04-16 19:43:26 BdST

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ সেশনের ও এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ফয়সাল মাহমুদ। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়।

সোমবার রাতে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদায়ন করা হয়।

এদিকে ফয়সালসহ আরও তিনজনকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে সম্পাদকীয় পদ প্রদান করা হয়েছে।

৩১ জুলাই রাতে বাংলাদেশ ছাত্রলীগে বিভিন্ন সময়ে পদবঞ্চিত নেতাকর্মীদেরকে চিঠির মাধ্যমে পদায়ন করা হয়।

ফয়সাল মাহমুদ বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। বাংলাদেশ ছাত্রলীগ এ দেশের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। শিক্ষার্থীদের জন্য কাজ করার সর্বাত্মক প্রচেষ্টা করবো।

এর আগে তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ও হল ছাত্র সংসদের নির্বাচিত পাঠকক্ষ সম্পাদক ছিলেন।