বিএনপির কর্মসূচি ঘিরে ঢাবিতে ছাত্রলীগের সরব অবস্থান


DU Correspondent | Published: 2022-12-14 02:50:50 BdST | Updated: 2024-04-25 19:44:13 BdST

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তি ও দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে বিএনপির ঘোষিত বিক্ষোভের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য বিক্ষোভ মিছিলসহ শোডাউন দিয়েছে তারা।

এদিকে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, মধুর ক্যান্টিন, কলাভবন ঘুরে এসে টিএসসিতে শেষ হয়।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপি-জামায়াতের কর্মসূচিকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে তাদের কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচির বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাড়াটে সন্ত্রাসীদের এনে পুলিশের ওপর হামলা করে বিএনপি। গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি তাদের কার্যালয়ে ককটেল, বোমাসহ অনেক অস্ত্রসস্ত্র মজুত করে। তারা পুলিশসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আন্দোলনের নাম করে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সমাবেশের নামে ১০ ডিসেম্বর তারা ঢাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এখন তারা কর্মসূচির নাম দিয়ে সারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের এসব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে সোচ্চার থাকবে।

তিনি বলেন, ছাত্রসমাজ আজ শেখ হাসিনার প্রশ্নে আপসহীন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন, সে স্বপ্নের সারথি হয়ে শিক্ষার্থীরা কাজ করে যেতে চায়। তিনি যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীরা কাজ করে যেতে চায়। এদেশের ছাত্রসমাজ বিএনপি-জামায়াতের পেট্রোল এবং গ্রেনেডের উৎসবে আর ফেরত যেতে চায় না।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি না থাকায় সদ্য বিলুপ্ত হওয়া কমিটির বিভিন্ন নেতাদের উদ্যোগে টিএসসি, মধুর ক্যান্টিন, কার্জন হল, নীলক্ষেতসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা গেছে। হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছোট ছোট মিছিল দেখা যায়।