জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ


Md Likhon Islam | Published: 2024-05-31 23:04:28 BdST | Updated: 2025-01-25 14:54:51 BdST

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট জামে মসজিদে ওই দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর পথচারী ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চাঁরা বিতরণ করেন বাকৃবি ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রদলের আহ্বায়ক মো.আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ.এম. শোয়েবসহ ছাত্রদলের অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।