ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের হামলা, সভাপতিসহ গ্রেফতার ২০


Desk report | Published: 2024-07-31 23:25:35 BdST | Updated: 2024-12-10 23:57:57 BdST

জুলাই হত্যাকাণ্ডের বিচার, কারফিউ প্রত্যাহার ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজাসহ ২০ জনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে পল্টন থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট মোড় হয়ে বিজয়নগর পানির টাংকের সামনে আসলে হামলা করে পুলিশ৷ এসময় ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পাদক শোয়াইব আহমেদ আসিফকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। পরে বাকিদের সেগুনবাগিচায় ২০ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আটকে রাখে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। পরে ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম-আহবায়ক এনামুল হাসান অনয়, ঢাকা মহানগর সংসদের সহকারী সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ অন্যান্যদের গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

পুলিশি হামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। আটককৃতদের দ্রুত মুক্তি না দিলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেবে বলে হুশিয়ারি দেন তিনি।