বৃহস্পতিবার ১৫ আগস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সহিংসতা ঠেকাতে শান্তি মিছিল ও অবস্থান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আলাদা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শুরু করেন।
এ সময় শিক্ষার্থীরা, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার যেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা আজকে শান্তি মিছিল নিয়ে বের হয়েছি। আমরা সারারাত হল গেটে অবস্থান করব। তাছাড়া সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা স্বৈরাচারের দোসরদের রুখে দেব।
তারা বলেন, আমরা আজকে সন্ত্রাসীদের রুখে দিতে আজকে শান্তি মিছিল করছি। আমরা প্রয়োজনে সারারাত ক্যাম্পাসে অবস্থান করব, তবুও আওয়ামী সন্ত্রাসীদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেব না। আগামীকাল সন্ত্রাসী লীগের ক্যু চেষ্টাকে আমরা রুখে দেব।