ফরিদপুরে ছাত্রদল নেতার সম্প্রীতি সভা আয়োজন


Faridpur | Published: 2024-09-06 21:52:55 BdST | Updated: 2024-10-14 11:25:37 BdST

'হিন্দু মুসলিম বিভেদ নাই, সবার জন্য সম্প্রীতির বাংলাদেশ চাই' স্লোগানকে প্রতিপাদ্য করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বানম চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ্র অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ।

৬ সেপ্টেম্বর শুক্রবার এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত।

সভার সভাপতিত্ব করেন অধ্যাপক নিলিখ রঞ্জণ বিশ্বাস। তারা বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্বরণ করেন।

বক্তারা বলেন, হিন্দু মুসলিম বৈদ্য খিষ্টান ভেদাভেদ ভুলে সবাইকে বাংলাদেশী বলে পরিচয় দিব। অতীতের সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে সবাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।