ফুটপথে প্রস্রাব বন্ধে এসএম হলের অভিনব উদ্যোগ


Dhaka University | Published: 2024-11-30 23:49:08 BdST | Updated: 2025-01-17 00:45:03 BdST

ফুটপথে প্রস্রাব বন্ধে সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম তাইমুন এর উদ্যোগে ও সলিমুল্লাহ মুসলিম হল প্রশাসনের সহযোগিতায় ফুটপথে প্রস্রাব প্রতিরোধে আরবিতে “এখানে প্রস্রাব নিষেধ” লেখা বোর্ড লাগানো হয়েছে।

এ প্রসঙ্গে তাওহিদুল ইসলাম তাইমুন বলেন, হলের পাশের ফুটপথে রিক্সা চালক থেকে শুরু করে পথচারী সবাই প্রস্রাব করে। যার কারনে ফুটপথ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ও দুর্গন্ধে এর আসে পাশের রাস্তা ব্যবহারকারীরা অতিস্ঠ হয়ে উঠেছে। আমরা নিজেরাও এই পথ দুর্গন্ধে ব্যবহার করতে পারি না। তাই আমি হল প্রভোস্ট আবদুল্লাহ আল-মামুন স্যারের সাথে এই সমস্যাটি সমাধানের উপায় নিয়ে আলোচনা করলে স্যার সার্বিক কাজে আমাদের সহযোগিতা করেন। আমাদের হল ও এর আস পাশ পরিস্কার রাখার পাশাপাশি ক্যাম্পাস পরিস্কার পরিছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন।